নদীয়ার শান্তিপুরে ৩ বছরের শিশু পুত্রকে খুনের চেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে
অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে নদীয়ার শান্তিপুরে। নিজের তিন বছরের শিশু পুত্র সন্তানকে খুনের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে শান্তিপুর বেলঘড়িয়া ২ নং পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকায়। জানা গেছে বিগত পাঁচ বছর আগে শান্তিপুর মঠপাড়া এলাকার বাসিন্দা অন্তরা বিশ্বাসের বিয়ে হয় শান্তিপুর মাতাল গড় এলাকার বাসিন্দা অমিত দের সাথে। ভেবেছিল বিয়ে করে সুখে-শান্তিতে ঘর সংসার করবে কিন্তু তিন বছর পুত্র সন্তান জন্মাতেই পরিস্থিতি হয়ে গেল উল্টো। ওই গৃহবধূর অভিযোগ তিন বছর আগে থেকেই ছেলেকে খুনের চেষ্টা করছে তার স্বামী তখন থেকেই মঠপাড়া এলাকায় এসে থাকতেন ওই গৃহবধূ। এদিন ভোররাতে বাড়ির চালের টালি সরিয়ে ছেলেকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ওই গৃহবধূ এরপর শান্তিপুর থানার দারস্ত হয়েছেন। ঘটনায় চাঞ্চল্য শান্তিপুর মঠপাড়া এলাকায়।