ফের নদীয়ার শান্তিপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। বাড়িতে কেউ না থাকার সুযোগ এ তালা ভেঙে টিভি সোনা রুপোর গয়না সহ নগদ অর্থ চুরি করে চম্পট দিল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের তিন নং ওয়ার্ডের বাইগাছি সিং পাড়ার দু’নম্বর রামগোপাল সিং স্ট্রিটে। জানা গেছে শুক্লা ঘোষ নামে ওই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন তার জামাই মারা যাওয়ার পর মেয়ে এবং দুই নাতিকে নিয়ে তিনি ওই বাড়িতে থাকতেন সপ্তাহখানেক হলো তিনি শ্বশুর বাড়িতে যান। ঠিক সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সর্বস্ব চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। উধাও নতুন এলইডি টিভি বক্স খাটের ভিতরে থাকা কাঁসা-পিতলের বাসনপত্র, বাচ্চাদের দেড় ঘড়ি সোনার উপর গয়না নগদ দু তিন হাজার টাকা চুরি গেছে বলে অভিযোগ।তারা বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির সমস্ত জিনিস লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে।তাদের অভিযোগ, সন্ধ্যা সাতটার সময় বিষয়টি শান্তিপুর থানায় জানানো হয়েছে কিন্তু এগারোটা পর্যন্ত পুলিশ এসে পৌঁছায়নি। ইতিমধ্যে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ বারংবার চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীয়ার শান্তিপুরে।