নদীয়ার শান্তিপুরে ব্যালট পেপার বদল, পুনর্নির্বাচনের দাবি গ্রামবাসীদের

মলয় দে নদীয়া :-
নদীয়ার শান্তিপুর আরবান্দী দু’নম্বর পঞ্চায়েতের পাঁচপোতা পশ্চিমপাড়া ১৩২ সেক্টরের অন্তর্গত তিন নম্বর বুথে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত ভোট হওয়ার পর ইলেকশন এজেন্টরা লক্ষ্য করেন তাতে গ্রামসভার সাদা ব্যালটে তৃণমূলের সিম্বল থাকলেও প্রার্থীর নাম বদল হয়েছে অন্যদিকে সিপিআইএমের নাম সিম্বল কোনটাই নেই।
পঞ্চায়েত সমিতির গোলাপি ব্যালটে, বিজেপির যে প্রার্থীদের নাম আছে সে এই অঞ্চলের প্রার্থী নয়।
সকাল থেকে সিপিআইএম প্রার্থীরা নিজেদের ক্যান্ডিডেট না পেয়ে অনেকেই হয়তো ভুল করে তৃণমূল কিংবা ভোট দিয়ে ফেলেছেন, সেই কারণেই তারা চাইছেন পুনরায় অন্য দিন ভোট গ্রহণ হোক এই কেন্দ্রে ‌। তবে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে একই সমস্যা তাদের হলেও সেক্টর অফিসাররা যা সিদ্ধান্ত নেবেন সেটাই তারা মাথা পেতে নেবেন। সাধারণ ভোটারদের দাবি, নির্বাচন কমিশনের এত ব্যবস্থা থাকা সত্ত্বেও এত বড় ভুল কিভাবে হলো। জানিয়ে সকাল থেকে দফায় দফায় তৃণমূল এবং সিপিআইএম এর মধ্যে অশান্তি লেগেই রয়েছে। সাধারণ মানুষ ভোট দিতে ভয় পাচ্ছে এই মুহূর্তে, তাই তারাও চাইছেন বিপুল পরিমানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মাঝে আগামীতে ভোট দিতে পারেন তারা তবে আজ কিছুতেই দেবেন না।
দুই প্রার্থী এজেন্ট এবং গ্রামের মানুষদের নিয়ে সেক্টর অফিসার এই মুহূর্তে আলোচনায় রয়েছেন।
এলাকার সচেতন নাগরিকদের দাবি যদি কোন এলাকার ব্যালট ভুল করে এখানে চলে আসে তাহলে সেই এলাকায় কিভাবে শান্তিতে ভোট হচ্ছে! তারা আরো রোমহর্ষক দাবি করেছেন, ব্যালট যে নির্বাচন কমিশন প্রয়োজনের থেকেও বেশি ছাপিয়েছেন সে বিষয়েও সন্দেহ নেই।