একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে নদীয়ার তেহট্টে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্দরের গোষ্ঠী কোন্দল। একদিকে তেহট্টের বিধায়ক তাপস সাহা বনাম অন্যদিকে নদীয়া জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী টিনা সাহা ভৌমিক। একুশে জুলাই এর প্রস্তুতি সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চলল বচসা হাতাহাতি মারামারি। রবিবার নদীয়ার তেহটটো ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শ্রীদামচন্দ্র বালিকা বিদ্যালয়ে একুশে জুলাই এর প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আর সেখানেই সৃষ্টি হয় বচসার । টিনা সাহা ভৌমিকের অভিযোগ সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের জয়ী তৃণমূল প্রার্থীরা। জানিয়ে তিনি প্রতিবাদ জানাতে গেলেই শুরু হয় বচসা।আর এ নিয়ে তেহটটো থানায় অভিযোগও দায়ের করা হয়। অপরদিকে তেহট্টের বিধায়ক তাপস সাহা এ বিষয়টি মিথ্যে অভিযোগ বলে দাবি করেছেন। এমনকি তিনি টিনা সাহা ভৌমিককে ছাপ্পা নেত্রীও বলেছেন। ঘটনা কে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়ে ওঠে নদীয়ার তেহটটো।