নদীয়ার চাপড়ায় সিপিআইএম প্রার্থীর বাড়িতে হামলা মারধরের অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে
নদীয়ার চাপড়ায় সিপিআইএম প্রার্থীর বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় জখম হয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে নদীয়ার চাপরা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের আসনে সিপিআইএম এর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাহাজ উদ্দিন শেখ। আরো অভিযোগ শুক্রবার রাতে এক সিপিআইএম কর্মীকে মারধর করে তৃণমূলের এক দুষ্কৃতি
। সাহাজ উদ্দিনের পরিবার এই ঘটনার প্রতিবাদ করলে তখনকার মতো চম্পট দেয় দুষ্কৃতীরা এরপর ওই তৃণমূল দুষ্কৃতী লোকজন নিয়ে এসে সাহাজুদ্দিনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত আহত ওই পাঁচজনের পরিবারের সদস্যরা।





