নদীয়ার চাপড়ায় রাতের অন্ধকারে তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ

মৌমিতা দেবনাথ
মনোনয়ন জমার শেষ দিনে রাতের অন্ধকারে নদীয়ার চাপড়ায় তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ। এমনকি বিরোধী প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকি এবং ভাঙচুরের অভিযোগ ওঠে। অতিষ্ঠ হয়ে থানা ঘেরাও স্থানীয় বাসিন্দাদের। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন রাতে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটল নদীয়ার চাপড়া থানার বড় আন্দুলিয়া গ্রামে। রাতের অন্ধকারে এলাকায় বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ উঠল। এরপর ওই দিনে রাতে চাপড়ার বড় আন্দুলিয়ার পুলিশ ফাঁড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এমনকি বিরোধীদের খুনের হুমকির অভিযোগও ওঠে। ভোটের আগে এমন সন্ত্রাসের কারণে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।