নদীয়ার কল্যাণীতে মোটর ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ২জন
নদীয়ার কল্যাণীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন। বৃহস্পতিবার কল্যাণীর ব্যারাকপুর হাইওয়ের নতুন ফ্লাইওভারের সামনের রাস্তায় অ্যাম্বুলেন্স ও মোটর ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুই গাড়ির চালক। জানা গেছে ওই রাস্তা দিয়ে একটি মাল বোঝাই মোটর ভ্যান যাচ্ছিল ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটি এম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দুই গাড়ির চালক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন এবং অ্যাম্বুলেন্স এর ভেতরে মুমূর্ষু রোগীও ছিলেন তাদেরকে স্থানিয় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছে এর তদন্ত শুরু করেছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় কল্যাণী ব্যারাকপুর হাইওয়েতে।