ফের নদিয়ায় দুঃসাহসিক চুরি। বাড়িতে কেউ না থাকার সুযোগে বন্ধ ঘরের তালা ভেঙে সোনা গয়না সহ নগদ টাকা চুরি করে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটেছে, নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কৃষ্ণ গঞ্জের সত্য নগর এলাকায়। জানা গেছে অসুস্থতার কারণে বাড়ির মালিক লক্ষ্মী মালাকার ডাক্তার দেখানোর জন্য দিন কয়েক আগে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন তাহেরপুরে। লক্ষ্মী দেবীর ছেলে অমিত মালাকার কর্মসূত্রে বাইরে থাকেন । গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরে বাড়ির মই গেটের দরজা তালা ভাঙ্গা অবস্থায় দেখে লক্ষ্মী দেবী কান্নাকাটি শুরু করেন এরপর প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর ঘরে ঢুকে দেখতে পান আলমারির লকার খোলা। ১০ থেকে ১২ ভরি সোনা ও রুপোর গয়নাসহ নগদ দু লক্ষ টাকা চুরি গেছে। বিষয়টি জানানো হয়েছে কৃষ্ণগঞ্জ থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।