মলয় দে নদীয়া :-
শান্তিপুর বাগআঁচড়া পঞ্চায়েতের চর পানপাড়ায় ছাড়িগঙ্গায় কচুরিপানা ভর্তি হয়ে নৌকা পারাপারের সমস্যা দীর্ঘদিনের।
একই পঞ্চায়েতের ওপাশের কলডাঙ্গা পানপাড়া এলাকার আনুমানিক প্রায় এক হাজার পরিবারের স্কুল কলেজ চিকিৎসা ব্যবসা সড়ক অথবা রেলপথে কোথাও যাওয়ার জন্য শান্তিপুরের সাথে যোগাযোগের প্রধান এই জলপথ।
অন্যদিকে শান্তিপুরের দিকে এপারের বেলেমাঠের শতাধিক কৃষকের ওপারে যেতে হয় কৃষি শ্রমিকের কাজ করতে অথবা নিজের জমিতে চাষ করতে ।
মাত্র এই এক কিলোমিটার পথ সড়কপথে যেতে গেলে প্রায় ৮ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। স্বভাবতই এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুপারের প্রায় দুই হাজার পরিবারের জন্য।
প্রতি বছরেই নিত্ত এই সমস্যা স্থায়ী সমাধান পাননি এলাকাবাসী।
আজ সকালে ওই ছাড়ি গঙ্গা পার হতে গিয়ে একটি নৌকা আটকে পড়ে মাঝখানে। যার মধ্যে একজন অসুস্থ রোগী, একজন মহিলা দুজন বাচ্চা,সহ মোট নয় জন, আটকে রয়েছে সকাল ছটা থেকে, তাদের অভিযোগ, পুলিশ প্রশাসন হোক বা সমষ্টি উন্নয়ন অফিস প্রথম এক ঘন্টা তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা টিম শান্তপুর থানার পুলিশ প্রশাসন এবং ব্লক সমষ্টি উন্নয়ন অফিসের কর্মীরা এসে পৌঁছান ঘটনাস্থলে। এখন উদ্ধার কাজ চলছে।
এলাকাবাসীদের দাবি,
পঞ্চায়েতের দায়িত্ব তৃণমূল থেকে বিজেপিতে , তবে আগের পঞ্চায়েত সদস্য হোক বা বর্তমান, সমস্যার সমাধানে পাশে এসে দাঁড়ায়নি এখনো পর্যন্ত কেউই।
যদিও ওই এলাকার বিজেপির মন্ডল সভাপতি, তথা সদ্য জয় লাভ করা বিজেপির পঞ্চায়েত সমিতির জয়ী সদস্য উত্তম বিশ্বাসের ঐ এলাকায় বাড়ি হওয়ার সুবাদে তিনি সকাল থেকেই যথেষ্ট তৎপর ছিলেন। তিনি বলেন কয়েকদিন হল বোর্ড গঠন হয়েছে, তবে আগামীতে এই সমস্যা সমাধানে সচেষ্ট থাকব আমরা।