দিল্লির অবস্থান বিক্ষোভ কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা

দিল্লি চলো কর্মসূচি নিয়ে তৈরি হচ্ছে তৃণমূল। আগামী ২রা এবং ৩রা অক্টোবর দিল্লিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত রাজ্যের প্রাপ্য দাবি নিয়ে দিল্লিতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিলেন তিনি। আর দিল্লির অবস্থান কর্মসূচিকে বাস্তবায়িত করে তুলতে চেষ্টার কোনো কমতি রাখছে না চাকদা ব্লক তৃণমূল কংগ্রেস। আজ চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লালপুরে জেলা পরিষদের সদস্য অঞ্চল সভাপতি এবং ব্লক প্রতিনিধিদের নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার, জেলা পরিষদের সদস্য সুচিস্মিতা সিংহ বিশ্বাস, জেলা পরিষদের আরেক সদস্য প্রবীর মজুমদার, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মন্ডল, সহ নজন গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং দশ জন অঞ্চল সভাপতি সহ ব্লক প্রতিনিধিগন। আগামী ২রা এবং ৩রা অক্টোবর তৃণমূলের অবস্থান কর্মসূচিতে যে সকল প্রতিনিধিরা যাবেন আজ তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।