দিল্লিতে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার

তৃণমূলের ধর্না কর্মসূচিতে আচমকাই পুলিশের উপস্থিতি। হুইসেল বাজিয়েরাজঘাট থেকে কার্যত ঠেলে-ধাক্কা দিয়ে তৃণমূল নেতা-কর্মীদের বের করে দিল্লি পুলিশ । অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাংবাদিক বৈঠক চলার কিছুক্ষণের মধ্যে তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি।সাংবাদিক বৈঠকের মাঝেই কথা থামিয়ে বেরিয়ে যেতে বাধ্য হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজঘাটে বাকি যে তৃণমূল শিবিরের নেতা-কর্মীরা হাজির ছিলেন তাঁদের ‘ঠেলে’ বাইরে করে দেওয়ার অভিযোগ ওঠে। হুইসেল বাজিয়ে, লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের কার্যত তাড়া করে রাজঘাট থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। যার ফলে গোটা চত্বর জুড়ে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়।গোটা ঘটনার মাঝেই দিল্লি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে দু’দিনের প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল। যদিও তার ছাড়পত্র দেয়নি পুলিশ। এদিন প্রথমে রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে ধর্না শুরু করেন অভিষেক সহ তৃণমূলের মন্ত্রী সাংসদরা। হাতে প্ল্যাকার্ড হাতে রাজঘাটে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। আর যার পরেই কার্যত উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়।