ফের চাকদহ পুমুলিয়ায় দুঃসাহসীক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। আজ চাকদহ থানার অন্তর্গত পুমুলিয়া সেবাক্রমপাড়া এলাকায় হারাধন বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে, কেউ না থাকার সুযোগে নগদ টাকা সহ সোনা গয়না চুরি করে চম্পট দেয় চোর। হারাধন বিশ্বাস নামে ওই ব্যক্তির অভিযোগ তিনি সকাল ১১ টা নাগাদ তার স্ত্রীকে স্টেশনে ছেড়ে দিয়ে এসে নিজের কাজে যান। এরপর বাড়ি ফিরে দেখতে পান ঘরের দরজার তালাভাঙ্গা এবং সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। তিনি আরো জানান এর আগে তার বাড়িতে এমন ঘটনা কখনোই ঘটেনি। সামান্য চাষাবাদ করে তিনি জীবিকা নির্বাহ করেন। বাড়িতে সোনার গয়না সহ নগদ টাকা চুরি হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে এই প্রথম নয় এর আগেও চাকদহ পুমুলিয়ায় পরপর বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। আজকেও একই রকম ভাবে চুরি হওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তারা জানান যে এখন তারা একটু ও সুরক্ষিত বোধ করছেন না এবং বাড়ির দরজা খোলা রাখতেও পর্যন্ত ভয় পাচ্ছেন। কারণ দিনে দুপুরেও ঘটছে চুরির ঘটনা। প্রশাসনের কাছে তারা দাবী জানিয়েছেন যে যত শীঘ্র সম্ভব তাদের এ সমস্যার সমাধান করা হোক। বারংবার চুরির ঘটনায় চাকদহ পূমুলিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।