ডেঙ্গু প্রকোপে হটস্পট জোনে নদিয়া জেলা, করা সতর্কতা জারি স্বাস্থ্য দপ্তরের

রাজ্যজুড়ে মারন থাবা বসিয়েছে ডেঙ্গু। ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৩৮ হাজারে। ডেঙ্গুর ভয়াবহতা কলকাতা ছাড়িয়ে তার দাপট দেখাচ্ছে জেলাগুলিতে। রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যানে আটটি জেলাকে হটস্পট জনে রাখা হয়েছে আর তার মধ্যে রয়েছে নদীয়া। আর নদীয়া জেলার মধ্যে বেশ কয়েকটি জায়গাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে রানাঘাট কৃষ্ণনগর নবদ্বীপ নাকাশিপাড়া। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।
কি কি থাকছে সেই নির্দেশিকায়।
ডেঙ্গি হও হটস্পট চিহ্নিত করে বিশেষ সাফাই অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শহর এবং শহর সংলগ্ন বাজার গুলিতে সাফাই অভিযান ।ডেঙ্গি প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কড়া পদক্ষেপ। রাজ্যের সব হাসপাতালে নিয়মিত সাফাই অভিযান চালানোর নির্দেশ।
রানাঘাট হাসপাতালে যারা চিকিৎসা করাতে আসছেন তারাও অত্যন্ত আতঙ্কিত ডেঙ্গু নিয়ে। তাই ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা অবশ্যই নিন এবং জ্বর হলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।