জাতীয় যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় বাংলার ছেলের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

জাতীয় জোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় বাংলার ছেলের।দেশের মঞ্চে বাংলাকে গর্বিত করল হুগলির কোন্নগরের বাসিন্দা সোমনাথ মুখোপাধ্যায়। জাতীয় যোগাসন প্রতিযোগিতায় পাঁচটি ইভেন্টে স্বর্ণপদক জয় করল হুগলির সোমনাথ। আর স্বর্ণপদক জিতে সোমনাথ জানালেন তার যোগগুরু গৌরাঙ্গ নাথ সরকার তার কাছেই ছোটবেলা থেকে যোগব্যায়ামের প্রশিক্ষণ নিয়েছে সে। মধ্যবিত্ত পরিবার হওয়ায় ছিলঅর্থাভাব তাই টাকা ধার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আর সেখানে এমন চূড়ান্ত সাফল্য। এই মুহূর্তে সে বি এ ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে। আগামী দিনে এসে যোগাসন নিয়েই আরো এগিয়ে যেতে চায়। তার এই সাফল্যে খুশি পরিবারসহ পাড়া-প্রতিবেশীরাও। রাজ্যের হয়ে সোমনাথ দেশের মঞ্চে যে চূড়ান্ত সাফল্য অর্জন করেছে তার জন্য গর্ববোধ করছে সকলে।