চারদিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর থানার কড়িয়ালী এলাকায়

চারদিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর থানার
কড়িয়ালী এলাকায়

সংবাদদাতা,হরিশ্চন্দ্রপুর:চারদিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার কে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার কড়িয়ালী এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই যুবকের নাম শ্যাম সাহা(২৪)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কড়িয়ালি বাজার কালী মন্দির এলাকায়।পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে তদন্তে নেমেছে।পরিবার সূত্রে জানা গিয়েছে,চারদিন আগে বাড়ি থেকে বাবার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাইরে বেরিয়েছিল।তারপর থেকেই তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।বাড়ির লোকেরা ভেবেছিল হয়তো কোথাও ঘুরতে গিয়েছে।চারদিন পর সেই নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ ভেসে উঠলো এলাকারই এক মোদের দোকানের পাশে
পুকুর থেকে।পরিবারের অভিযোগ,
তাদের বাড়ির ছেলেকে কেউ বা কারা খুন করে পুকুরে ফেলে দিয়েছে।তারা এই ব্যাপারে ভালুকা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দয়া করেছে।মৃত যুবকের বাবা মধু সাহা জানান,শ্যাম সাহা ছিল পরিবারের ছোট ছেলে।চারদিন থেকে নিখোঁজ ছিল।শুক্রবার দুপুরে ভালুকা বাজার সংলগ্ন এলাকায় মোদের দোকানের পাশে এক পুকুরে তার ছেলের ক্ষতবিক্ষত দেহ ভেসে ওঠে।দেখা যায় তার দেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।তার দাবি এটা আত্মহত্যা নয়,কেউ বা কারা তাদের বাড়ির ছেলেকে খুন করেছে।হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানান,অভিযোগ হয়েছে।তদন্ত শুরু করেছে পুলিশ