চাকদা মদনপুরে অবৈধ পানীয় জলের কারখানা সিল করে দিল পুলিশ।
বিগত কয়েক বছর ধরেই মদনপুর আলাইপুরে এক ব্যক্তি মাটির তলা থেকে অবৈধভাবে জল তুলে সেটা প্যাকেজিং করে বাজারে বিক্রি করছিল সেই অভিযোগ পেয়েই বুধবার বিকেলে DEB ও চাকদা থানার পুলিশ প্রশাসন যৌথভাবে হানা দেয় ওই জলের কারখানায়। পুলিশ সূত্রে জানা গেছে ওই জলের কারখানার মালিক মাটির নিচ থেকে জল তোলার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি । কাগজপত্র না পেয়ে ওই অবৈধ পানীয় জলের কারখানা টিকে সিল করে দিয়ে যায় পুলিশ। তবে প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিভাবে অবৈধভাবে মাটির তলা থেকে জল তুলে বেদান্ত নাম দিয়ে বাজারে বিক্রি করছিল সে এই প্রশ্নই করছে মানুষ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও চাকদা থানার পুলিশ।