চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা এবং দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে রবীন্দ্র সভাকক্ষে আয়োজিত হল বুড়িগঙ্গা উৎসব

আজ ১৩ ই আগস্ট রবিবার বিকেল চারটে নাগাদ চাকদহ পৌরসভার রবীন্দ্র সভাকক্ষে চাকদা বিজ্ঞান ও সংস্কৃতিক সংস্থা এবং দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত হলো বুড়িগঙ্গা উৎসব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার পৌর প্রধান অমলেন্দু দাস উপ পৌর প্রধান দেবব্রত নাগ, চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার প্রেসিডেন্ট তথা দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের জেলা সভাপতি বিবর্তন ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এ বিষয়ে চাকদহ বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার প্রেসিডেন্ট তথা দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের জেলা সভাপতি বিবর্তন ভট্টাচার্য বলেন, ৩০ বছর যাবৎ আমরা অনেক রকম সংগ্রাম করেছি বুড়ি গঙ্গা সংস্কারের জন্য। আমরা বোঝাতে পারিনি যে বুড়িগঙ্গা সংস্কার হলে মানুষের কতটা লাভ হবে এখন লাভ হওয়া শুরু হয়ে গেছে। মৎস্যজীবীরা মাছ পাচ্ছে কৃষকরা পাট পচানোর জল পাচ্ছে। এ বিষয়ে তিনি আরো কি বললেন শুনে নিন।