নিজস্ব সংবাদদাতা,চাকদহঃ দোকানের সামনে ফল বিক্রি করা নিয়ে গন্ডগোলের জেরে এক ফল বিক্রেতার মাথায় ডাসা দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে এক ওষুধের দোকানের মালিকের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, আহত ফল বিক্রেতার নাম পিঞ্জর দাস। তার বাড়ি চাকদহ শহরের গোরপাড়া ২ নম্বর রাধাকৃষ্ণ কলোনী এলাকায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চাকদহ শহরের পূর্ব পাড়ে বাসস্টান্ডের কাছে। পিঞ্জর নামে ফল বিক্রেতার মাথায় ডাসা দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে গিয়েছে। মাথায় সেলাই করতে হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। তাকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।
অভিযুক্ত ওষুধের দোকানের মালিক গোবিন্দ ঘোষকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়েছে। এদিন তাকে কল্যানী আদালতে পাঠানো হয়েছিল। বিচারক তাকে চোদ্দ দিনের জন্য জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওষুধের দোকানের সামনে ফল বিক্রি করা নিয়ে মাঝে মাঝেই তাদের মধ্যে গণ্ডগোল বাধে। অভিযোগ,এদিন সকালে গণ্ডগোলের সময় পিঞ্জরের মাথায় আঘাত করা হয়।
পুলিশ সুত্রে জানানো হয়েছে,আহত পিঞ্জর দাসের স্ত্রী অভিযোগ জানিয়েছেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্বিতে গোবিন্দ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে