চাকদা নাটাপুলিতে বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

গতকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় চাকদা থানার অন্তর্গত নাটাপুলি এলাকায় বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম মদনমোহন বিশ্বাস বয়স ৫৫ বছর, বাড়ী চাকদা থানার অন্তর্গত মাঝের গ্রাম নাটাপুলি এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গেছে গতকাল যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছিল ঠিক তখনই ওই ব্যক্তি বাড়ির বাইরে ছিলেন আর সেই সময় বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু ঘনিয়ে আসে তার। আজ তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মন্ডল পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষকে নিয়ে মৃত ওই ব্যক্তির বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে মৃত ব্যক্তি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। মর্মান্তিক এই মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।