চাকদা থানার দায়িত্ব নিয়েই থানার ভোল পাল্টে দিলেন নতুন IC

চাকদা থানার দায়িত্ব নিয়েই থানার ভোল পাল্টে দিলেন নতুন IC
একের পর এক সিদ্ধান্ত নিয়ে শহরের মানুষের মন জয় করলেন চাকদার নতুন আইসি অরিন্দম মুখোপাধ্যায়।
প্রসঙ্গত চাকদা থানায় গত ৩১ শে জানুয়ারি চার্জ নেন, চাকদার বর্তমান আইসি অরিন্দম মুখোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পরে ই থানার চিত্রটাই পাল্টে দেন তিনি। এতদিন চাকদা থানার সামনে থানার গাড়িগুলো রাস্তায় থাকার জন্য চরম যানজটের সৃষ্টি হতো ,চরম অসুবিধায় পড়তেন নিত্য পথযাত্রীরা ,কেউ কেউ প্রতিবাদ করতেন, আবার কেউ কেউ মাথা নিচু করে চলে যেতেন। চাকদার নতুন আইসি অরিন্দম মুখোপাধ্যায় চার্জ নেওয়ার পরেই, থানার সমস্ত গাড়ি থানার ভেতরেই রাখার ব্যবস্থা করেন। যার ফলে অনেকটাই শহরের মানুষের সুবিধা হয়েছে বলেই মনে করছেন সাধারণ মানুষ। পাশাপাশি আরও একটি বড় সিদ্ধান্ত নেন, তিনি থানার মূল ফটক ২৪ ঘন্টা খোলা থাকবে সর্ব সাধারণের জন্য। এতদিন থানার সামনের মূলদ্বার বন্ধ থাকতো, এবং সেখানে সিভিক ভলেন্টিয়ার দায়িত্বে থাকতো, তার কাছে কৈফত দিয়েই থানার ভেতরে প্রবেশ করতে হতো, কিন্তু অরিন্দম বাবুর চার্জ নেওয়ার পর, থানার মূল ফটক 24 ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত নেন ।এর ফলে অনায়াসে সাধারন মানুষ তাদের অভিযোগের কথা ,সরাসরি ডিউটি অফিসার কে জানাতে পারবে। যেভাবে গত পৌনে চার বছর চাকদার মানুষকে নিরাপত্তা দিয়েছিলেন বিমান কুমার মৃধা এখন দেখার চাকদার নতুন আইসি অরিন্দম মুখোপাধ্যায় চাকদার মানুষকে কতটা নিরাপত্তা দিতে পারেন। তবে চাকদায় চার্জ নেওয়ার আগে তিনি হাবরা থানায় দু বছর সাত মাস আইসি হিসেবে কর্মরত ছিলেন, পাশাপাশি বালুরঘাট ,জগদ্দল সহ বিভিন্ন শহরে আইন-শৃঙ্খলা সামলেছেন তিনি আর তাই অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট। ইতিমধ্যেই চাকদার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নতুন আইসিকে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানিয়েছেন।