মৌমিতা দেবনাথ
অগ্নিগর্ভ চাকদা চৌরাস্তা।টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকেরা ।শান্তিপূর্ণ ভোটের দাবি ও চাকদহ বিধানসভায় বিজেপি প্রার্থীদের জোরপূর্বক নমিনেশন প্রত্যাহার করানো সহ দলীয় প্রার্থীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে আজ ১৯শে জুন সোমবার দুপুর ১২ টা থেকে চাকদহ চৌরাস্তায় পথ অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকেরা। উক্ত কর্মসূচিতে উপস্থিত চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ , বিজেপির রানাঘাট দক্ষিণ জেলার সভাপতি পার্থসারথি চ্যাটার্জী সহ অসংখ্য দলীয় নেতৃত্ব গন। এ বিষয়ে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, নমিনেশন পেপার সাবমিট হওয়ার পর প্রশাসনকে বলেছিলাম বিষয়টি দেখবেন । প্রার্থী প্রত্যাহারের একটা পরিকল্পনা এদের রয়েছে। আমরা যা আশঙ্কা করেছি সেটাই হয়েছে নমিনেশন পেপার সাবমিট করার পর থেকেই আমাদের ২০২ নম্বর বুথের প্রার্থীকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নমিনেশন প্রত্যাহার করানো হয়েছে এই প্রক্রিয়া আর তীব্র থেকে তীব্রতর হয়েছে। প্রশাসনকে বলেছি এসডিপিও কে বলেছি যে এটা অবিলম্বে বন্ধ করুন। রাজ্যপাল মুখ্যমন্ত্রী সকলে শান্তিপূর্ণ ভোট হওয়ারবার্তা দিচ্ছে কিন্তু জায়গায় জায়গায় সন্ত্রাস চলছে। জায়গায় জায়গায় প্রার্থী প্রত্যাহার করানোর পরিকল্পনা চলছে। চূড়ান্ত উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে চাকদা চৌরাস্তায় এই মুহূর্তে।





