চাকদায় ৯ বছরের নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার ৬০ বছরের এক বৃদ্ধ

ন বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে গতকাল সকালে ৬০ বছরের এক বৃদ্ধ ব্যক্তিকে গ্রেফতার করে চাকদা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে চাকদা থানার অন্তর্গত মদনপুর পূর্ব পাড়া এলাকায়। উল্লেখ্য ৬০ বছরের ঐ বৃদ্ধ ব্যক্তির বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ করে নাবালিকার পরিবারের সদস্যরা। এরপরই গতকাল সকালে ৬০ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করে চাকদা থানার পুলিশ। এরপর তাকে কল্যাণী মহাকুমা আদালতে পাঠানো হলে মহামান্য বিচারক ওই ব্যক্তিকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন।