সামনেই মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষায় যাতে ছাত্রছাত্রীরা কোনরকম ভুলভ্রান্তি না করে। সে কারণেই আজ চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট একাডেমির উদ্যোগে ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষার আগে এক প্রস্তুতি পরীক্ষার আয়োজন করা হয়।
আজকের প্রস্তুতি পরীক্ষায় চাকদহ সহ উত্তর চব্বিশ পরগনা রানাঘাট কল্যাণী এবং আরো বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট একাডেমির সম্পাদক রাজু ঘোষ জানিয়েছেন যে বছরে দুটি করে এই প্রস্তুতি পরীক্ষা নেওয়া হয় একটি টেস্টের আগে এবং অপরটি টেস্টের পরে ছাত্রছাত্রীরা যাতে তাদের ভুলভ্রান্তি গুলো এই পরীক্ষার মাধ্যমে শুধরে নিতে পারে সেই কারণেই এই আয়োজন।
বিদ্যালয়ের প্রাক্তন প্রধান অতিথির শিক্ষক প্রশান্ত কুমার রায় জানিয়েছেন, যারা এই সমস্ত পরীক্ষাগুলিতে বসছে তারা মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করছে। আজকের প্রস্তুতি পরীক্ষার বিষয়ে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ঝুম্পা গোস্বামী জানিয়েছেন, এইসব প্রস্তুতি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভয় ভীতি দূর হয় এবং অনেকেই ভালো ফলাফল করেছে। আগামী দিনে তাদের চেষ্টা থাকবে যাতে বসন্তকুমারী স্কুলে এই পরীক্ষার আয়োজন করা যায়।
মাধ্যমিক পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের জন্য এমন প্রস্তুতির পরীক্ষার আয়োজন করায় খুশি পরীক্ষার্থীসহ অভিভাবকরা।