রবিবার রাজ্যব্যাপী বিভিন্ন স্কুলে আয়োজিত হচ্ছে মেধা পরীক্ষা। কলকাতা একাডেমি সায়েন্স কালচার এর উদ্যোগে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠেও দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই মেধা পরীক্ষা আয়োজিত হয়েছে। চাকদহ ব্লকের বিভিন্ন স্কুলের প্রায় আড়াই হাজার ছাত্র-ছাত্রী আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সকাল থেকে মোট দুটি ধাপে এই পরীক্ষা নেওয়া হয়েছে। মেধা পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে দেখতে পাওয়া গেল উৎসাহ উদ্দীপনা। ছাত্র-ছাত্রীরা যেমন মেধা পরীক্ষা দিতে পেরে যথেষ্ট উৎসাহিত সেরকমই অভিভাবকরাও খুশি এই মেধা পরীক্ষার আয়োজন করায়। তাদের কথায় যে এই মেধা পরীক্ষা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত ভাল একটি উদ্যোগ কারণ এর মাধ্যমে আগামী দিনে পড়ুয়ার অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে। শিক্ষিকা মাম্পি দাস জানালেন যে পরীক্ষা নিতে পেরো তাদেরও ভালো লাগছে এবং জানুয়ারি মাসে পরীক্ষার ফল প্রকাশিত হবে।
প্রতিবছর এই মেধা পরীক্ষার আয়োজন হয়ে থাকে কিন্তু করোনার কারণে মাঝে কয়েক বছর এই পরীক্ষা বন্ধ ছিল এ বছর পুনরায় মেধা সন্ধান পরীক্ষা শুরু হয়েছে।