মৌমিতা দেবনাথ
একদিকে রাস্তায় জ্বলছে ব্যালট বাক্স অন্যদিকে পুকুরের জলে ভাসছে ব্যালট বাক্স। আজ রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। আর এই চিত্রটি রাজ্যের অন্য কোন এলাকার নয় বরং চাকদার। চাকদার বিভিন্ন ভোট কেন্দ্রের চিত্র আমরা সকাল থেকেই আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানে ই দেখতে পাওয়া গেল আর এক দৃশ্য চাকদার কালিবাজারে রাস্তায় পুড়িয়ে দেওয়া হচ্ছে ব্যালট বাক্স এবং অন্যদিকে রাউতারিতে পুকুরের জলে ভাসছে ব্যালট বাক্স। উল্লেখ্য আজ পঞ্চায়েত ভোটে নদীয়া শহর চাকদার বিভিন্ন এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় কোথাও বুথে দেওয়া হয়নি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী কোথাও আবার দেদার ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। কোথাও বা কেন্দ্রীয় বাহিনী না দেওয়ার অভিযোগে ভোট প্রক্রিয়া আটকে দিয়েছে গ্রামবাসীরা আর এই মুহূর্তে দুটি ছবি আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন একদিকে কালিবাজার এবং অন্যদিকে রাউতারি। একদিকে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে ব্যালট বাক্স , সেগুলি উদ্ধারের কাজে পুলিশ আধিকারিকরা অন্যদিকে মাঝ রাস্তায় জ্বালিয়ে দেওয়া হয়েছে ব্যালট বাক্স।





