কুকুরের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়লেন চাকদাহ ট্রাফিক কার্ডের ওসি কুন্তল অধিকারী

ডিউটি শেষে বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়লেন চাকদাহ ট্রাফিক কার্ডের ওসি কুন্তল অধিকারী। শুক্রবার রাতে চুয়াডাঙ্গার দিক থেকে চাকদাহে আসার সময় মিত্রপুকুরের কাছে চাকদহ বনগাঁ রাজ্য সড়কের উপর তাঁর বাইকের সামনে হঠাৎ করেই একটি কুকুর চলে আসে। ঘটনায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এরপরে তাঁকে উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর ডান হাতে ও কপালে চোট লেগেছে।