ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে এবার অংশ নেবে না চাকদা বিধানসভার অন্তর্গত চাকদা ব্লকের বনমালী পাড়ার উত্তর রায়পাড়া এলাকার ৪২ থেকে ৪৫ টি পরিবারের শতাধিক ভোটার। অভিযোগ এলাকায় কোন উন্নয়নী পৌঁছায়নি। বেহাল রাস্তা, অন উন্নয়ন এলাকায় পৌঁছায়নি পানীয় জল পায়নি, পাইনি সরকারি আবাসন থেকে শুরু করে সরকারি শৌচালয় এবং রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের কোন সুযোগ সুবিধা। বারংবার সংশ্লিষ্ট প্রশাসন থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত অফিসে জানিও কোন লাভ হয়নি বলে অভিযোগ। মোট আসে ভোট যায় মেলে প্রতিশ্রুতি কিন্তু কাজ কিছু হয় না। ভোট বয়কটের কথা জানিয়ে চাকদা ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল এলাকা থেকে। তাতো কর্ণপাত করে নি প্রশাসন এলাকায় আসেননি কোন সরকারি আধিকারিক। কোন ব্যবস্থা না করায় অবশেষে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করবেন না এই এলাকার বাসিন্দারা তাই তারা ভোট বয়কটের ডাক দিয়ে আজ সকাল থেকে একাধিক ফ্লাগার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে এলাকায়। এলাকায় ঢোকার মুখেই বেহাল রাস্তার পাশে পোস্টার লাগিয়ে দিয়েছে এলাকাবাসীরা।





