মলয় দে নদীয়া :- একই বাড়ির দুই দলের দুই প্রার্থী শোনা যায় মাঝেমধ্যেই। তবে একই প্রার্থী একই বুথ থেকে দু দলের প্রার্থী! কখনো শুনেছেন কি? শোনেননি তো! ভাবছেন তাও আবার হয় নাকি? এমনই অদ্ভুত ঘটনা নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের হরিনদী উত্তর এলাকায়। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে গ্রাম সদস্য প্রার্থী হিসেবে বুথ নাম্বার ৭৯ সিট নাম্বার কুড়ি, সেখানে দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোজেদা বিবি নমিনেশন জমা করেছিলেন। গতকাল তার স্বামী জালাল শেখ নির্বাচন পোর্টালে লক্ষ্য করেন, এলাকারই জনৈক আনুরা বিবি শেখ নামে এক মহিলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, স্বভাবতই তিনি দিশাহীন হয়ে পড়েন। একই সাথে তিনি লক্ষ্য করেন ওই বুথে একই সিট নাম্বারে জাতীয় কংগ্রেস প্রার্থীও ঐ মহিলা আনুরা বিবি শেখ।
এরপর তার চক্ষু চড়ক গাছ। তিনি দলীয় উচ্চ নেত্রীদের সাথে কথা বলে আজ সকালে প্রার্থী স্ত্রী মোদেজা বিবিকে সাথে নিয়ে, বিডিও অফিসে একটি লিখিত অভিযোগ জানান। একই সাথে তিনি জানতেও চান, একই পরিচয় পত্র দেখিয়ে কিভাবে এটা সম্ভব হলো?
যদিও অত্যাধিক ব্যস্ত থাকার কারণে বিডিও অথবা জয়েন্ট বিডিও এ বিষয়ে বক্তব্য দিতে পারেননি। তবে মৌখিকভাবে জানিয়েছেন, এখনো ফাইনাল স্কুটিনি সম্পূর্ণ হয়নি, সেখানেই সংশোধন হবে এই ভ্রান্তি।
তবে, আনুরা বিবি শেখ যে জাতীয় কংগ্রেসের যোগদান করেছিলেন, তার সাক্ষী ছিলাম আমরা। তবে ,আজ আনুরা বিবি প্রত্যাহার করতে এখনো পর্যন্ত পৌঁছানি। তিনি কোন দল থেকে তার নাম তুলতে চান তাই নিয়ে রাজনৈতিক দুই দলের মধ্যে জল্পনা, নাকি সরকারি নিয়ম অনুযায়ী দু দলের পক্ষ থেকে বাতিল হতে পারে তার পার্থীপদ? তা জানতে সময় লাগবে আরো একটা দিন।





