মনোনয়নের প্রথম দিন থেকেই কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি ভাঙ্গরে। ভোটের হাওয়া বইতেই সেখানে চলছে বোমাবাজি ,গুলি। এমনকি গতকাল মনোনয়নের শেষ দিনে ও কার্যক্রম রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল ভাঙ্গর। আজ ভাঙ্গরের ২ নং বিডিও অফিস লাগোয়া বিজয়গঞ্জ বাজারে ছড়িয়ে ছিটিয়ে সেই তাণ্ডবের ছবি। যত্রতত্রে ছড়িয়ে ব্যাগ ভর্তি তাজা বোমা। গত দুদিন যাবত এই বাজারেই মুহুর্মুহু গুলি চলে , বোমা পড়ে। আর আজ সেখানেই দেখতে পাওয়া গেল এমন ভয়ংকর দৃশ্য। যেখানে মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছিল আদালত সেখানে আদালতের নির্দেশকেই কার্যত অমান্য করেই চলে মিছিল, বাইক রেলি। উল্লেখ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন জমাদ আমাকে কেন্দ্র করে গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় এই ভাঙ্গরেই।
যত্রতত্র এভাবে বোমা ছড়িয়ে ছিটিয়ে থাকায় যথেষ্ট আতঙ্কিত সাধারণ মানুষও।





