আসন্ন পঞ্চায়েত উপলক্ষে, শান্তিপুর ব্লকের তিনটি পঞ্চায়েতে, সমিতিতে এবং জেলা পরিষদের প্রার্থী পরিচিতি হিসেবে সভা এবং মিছিল সিপিআইএমের পক্ষ থেকে

মলয় দে নদীয়া :-আসন্ন পঞ্চায়েত উপলক্ষে, আজ নদীয়ার শান্তিপুর ব্লকের তিনটি পঞ্চায়েতের, গ্রাম সভা,সমিতিতে এবং জেলা পরিষদের প্রার্থী পরিচিতি হিসেবে ঘোড়ালিয়া অঞ্চলেএকটি সভার আয়োজন করে সিপিআইএম। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব। সেখান থেকেই বাড়ি বাড়ি প্রচারের উদ্দেশ্যে প্রার্থী এবং কর্মীদের হ্যান্ডবিল প্রদান করা হয় নদিয়া জেলা সিপিআইএম কমিটির পক্ষ থেকে। নতুন প্রার্থীদের ক্ষেত্রে কিভাবে ভোট চাইতে হবে কোন বিষয় উত্থাপন করতে হবে এ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এরপর পথ চলতি সাধারণ মানুষ এবং এলাকাবাসীদের উদ্দেশ্যে প্রার্থী পরিচিতি ঘটাতে একটি সুবিশাল
মিছিল ঘোড়ালিয়া গার্ড এর বাড়ি থেকে গঙ্গা রাস্তা মোড় পর্যন্ত পৌঁছায়। এরপর একটি পথ সভার পর শেষ হয় আজকের এই প্রচারাঅভিযান।