আইপিএলের হাত ধরেই কি ক্রিকেটে ফিরছেন সৌরভ গাঙ্গুলী?
আইপিএল এর হাত ধরেই কি আবারো ক্রিকেটের মঞ্চে আত্মপ্রকাশ করতে চলেছেন মহারাজ? গুঞ্জন তো এমনটাই শোনা যাচ্ছে। এর আইপিএলের মঞ্চে ফিরতে চলেছেন সৌরভ তবে এবার এক অন্য ভূমিকায়। দিল্লি ক্যাপিটালস ডিরেক্টার অফ ক্রিকেট হিসাবে দেখা যেতে পারে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট কে। ২০২২ সালে বিসিসিআইয়ের সভাপতিপদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌরভ গাঙ্গুলিকে। তখন থেকে একের পর এক বিতর্কে উঠে এসেছে তাকে ঘিরে কখনো উঠে এসেছে যে তিনি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? বি সি সি আই এর সভাপতি পদ থেকে সরে আসার পর থেকেই আর কোনো রকম প্রশাসনিক দায়িত্বে থাকে দেখতে পাওয়া যায়নি।প্রাক্তন ভারত অধিনায়ক বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার আগে ২০১৯ দিল্লির আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিমের উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। আপাতত জোর জল্পনা শুরু হয়েছে সৌরভের আইপিএলে কাম ব্যাক করা নিয়ে। তবে নতুন বছরের শুরুতেই এই খবর যদি সত্যি হয় তবে তা সৌরভ ভক্তদের জন্য খুশির খবর নিয়ে আসতে চলেছে।