অভিষেকের সভা শুরুর আগেই দেওয়ালে ও রাস্তায় লেখা ভাইপো চোর

অভিষেকের সভা শুরু আগেই দেওয়াল ও রাস্তায় একাধিক জায়গায় লেখা ভাইপো চোর। উল্লেখ্য চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম চলো পদযাত্রা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেকের মিছিল শুরুর আগেই নন্দীগ্রামের মগরাজ পুরের ১১৬ বি জাতীয় সড়কে উপর এই দেওয়াল লিখন চোখে পড়েছে। কোথাও দেওয়ালে লেখা ভাইপো চোর তো কোথাও রাস্তার উপরে লিখে তা আবার মুছে ফেলার চেষ্টাও হয়েছে।উল্লেখ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আটঘাট বেঁধে ময়দানে নেমেছে শাসক শিবির। জনসংযোগ বাড়াতে রাজ্যজুড়ে জেলায় জেলায় নব জোয়ার যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এদিন শুভেন্দু গর নন্দীগ্রামে অভিষেক পৌঁছানোর আগেই একাধিক জায়গায় উল্লেখ্য দেওয়াল লিখন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে কে বা কারা কান্ডটি ঘটিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।