রানাঘাটে বোনের হাতে দাদা খুনের রহস্য প্রেস মিট করে জানালো জেলা প্রশাসন

নিজের দাদা কে খুন করলো বোন রানাঘাট থানার পুলিশ তদন্তে নেমে উদ্ধার করে শমিত ভট্টাচার্য খুনের ঘটনায় তার বোন ও তার সঙ্গী জড়িত উল্লেখ্য গত 12 ই মে এক ব্যক্তির মৃতদেহর গায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপানোর দাগ,অবস্থায় নদীয়ার তাহেরপুরে।পুলিশ মৃত দেহ উদ্দার করে । যুবকের গায়ে একাধিক কোপ ও রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার তাহেরপুর থানার গাংনী এলাকায়। সূত্রের খবরে জানা যায় শমিত ভট্টাচার্য 36 ঘরের ভেতরে বিছানায় গায়ে একাধিক কোপানোর ক্ষত রয়েছে। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তাহেরপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে পাঠায।পুলিশ তদন্তে নেমে শমিত ভট্টাচার্য এর বোন স্বাতী দেবী কে ও তার এক সঙ্গী কে গ্রেফতার করে আজ সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ।