জলপাইগুড়ি সায়ন সেন :: যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম’ মন্ত্র উচ্চারণ এর মধ্য দিয়ে শুরু হলো গিয়ে কিন্তু পাত্র কনে কই এ যে দুই গাছ, বট আর পাকুড়। হ্যাঁ ঠিকই শুনছেন গাছের বিয়ে হল জলপাইগুড়িতে। বট পাকুড় এর বিয়ে টোপর মাথায় দিয়ে। জলপাইগুড়ি একটি গ্ৰাম মেতে উঠেছে এই বট পাকুরে বিয়েতে ।
চলছে গান বাজনা বিভিন্ন ধরনের । লাগনো হয়েছে বিভিন্ন লাইট সেজে উঠেছে গ্ৰাম । বিয়ের জন্য প্রস্তুত করা হয়েছে চারপাশ।
কলাগাছ দিয়ে সাজানো বিয়ের আসর। উৎসবের মেতে গোটা গ্ৰাম । পাশেই ব্যস্ত রাঁধুনিরা।
মূলত বিয়ের জন্য যা কিছু লাগে তার সব আয়োজন দেখা গেল। কিন্তু বর-কনের দেখা নেই বলতে হচ্ছে বট পাকুর বিয়ে ।দুই গ্রামের মিলে দাওয়াত রেখেছেন হাজারও মানুষ।ধুমধামে করে এই বিয়ে হয়েছে জলপাইগুড়ি থেকে একটু দুরে খরিয়াগ্ৰাম পঞ্চায়েত সেবাগ্ৰামে ভক্ত সংঘ আয়োজন করেছে।
বিয়ে ঘিরে বর-কনের পাশে ছাদনাতলা সাজানো হয়। নারীরা পুকুরে গিয়ে গঙ্গাপূজা সেরে আসেন। আসবে একদল বরযাত্রী তাদের কে গেটে মিষ্টি নিয়ে দাড়িয়ে থাকে কন্যার পক্ষ খাইয়ে স্বাগত জানানো হবে ।বাদ্য-বাজনা আরও বেড়ে যায়। এবার নেচে ওঠেন সব বয়সী মানুষই। বর-কনের চারপাশ ঘিরে দাঁড়িয়ে থাকেন অতিথিরা।পুরোহিত মানিক ব্যানার্জি গোধূলিলগ্নে মন্ত্র পড়ে বিয়ে সম্পন্ন করেন ।
পাকুরে কন্যার মা জানান তৃষ্ণা দেবী সবাই আসছে খুব ভালো তাদের । আমন্ত্রিতদের জন্য আয়োজন করা হয়েছে ভাত সবজি পাইয়ের ইত্যাদি ।