ভোটের কারণে বেশ কিছুদিন বন্ধ থাকবে বিদ্যালয়, মিড ডে মিল, এবং ইউনিফর্ম প্রদানের কারণে বিদ্যালয় কার্যত পরিণত হয়েছে শপিংমলে!

আগামীকাল হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বন্ধ বিদ্যালয়, তারপর থেকে কেন্দ্রীয় বাহিনী বিদ্যালয় আশ্রয় নিচ্ছে ভোটের কারণে। স্বভাবতই বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকছে বিদ্যালয়। একদিকে ইউনিফর্ম প্রদান অন্যদিকে মিড ডে মিল! বিদ্যালয় কার্যত পরিণত হয়েছে শপিংমলে। পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে তাদের অভিভাবকগণ জামা প্যান্টের সাইজ সেলাই বুঝে নিচ্ছেন, প্রয়োজনের তাগিদে ট্রায়াল রুম হিসেবে নিজেরাই একটি ফাঁকা ঘরকে এ কাজে ব্যবহার করছেন। আমরা আজ উপস্থিত হয়েছিলাম শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে, যেখানে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত এগারোশো কাছাকাছি ছাত্রদের ইউনিফর্ম বিতরণ করতে সকাল 10 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত সময় লেগে যায়। বিদ্যালয় সূত্রে জানা যায় এরপরেও যারা বাকি থাকবেন তারা ভোটের পর বিদ্যালয় খোলার সময় যোগাযোগ করবেন।