বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায়, গুরুতর অসুস্থ একই পরিবারের তিন পথচারী, স্পটেই মৃত্যু চালকের

আজ শান্তিপুর শহরের 16 নম্বর ওয়ার্ডের মালোপাড়া স্ট্রীট যোগমায়া আশ্রমের কাছে বেজপাড়া মাঠের এক প্রান্তে সন্ধ্যে সাতটা নাগাদ দাঁড়িয়ে ছিল একই পরিবারের তিন ভাই। হঠাৎ একটি বেপরোয়া মোটরসাইকেল এসে ধাক্কা মারে তাদের, পাশে একটি ইঁটে ধাক্কা লেগে চালকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। 16 বছর বয়সী রাহুল মাহাতো মাথায় গুরুতর আঘাতের ফলে জ্ঞান হারায়, 19 বছর বয়সী মোহন বিশ্বাস গলায় এবং পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, 8 বছর বয়সী চাঁদ বিশ্বাস মাথায় গুরুতর চোট লেগে জ্ঞান হারায়, তিনজনকেই কৃষ্ণনগর জেলা হাসপাতালে শান্তিপুর হাসপাতাল থেকে।
চালকের মৃতদেহ এখনো শনাক্তকরণ করা হয়নি, তবে গাড়ির নাম্বার অনুযায়ী জানা যায়, শান্তিপুর গবারচরের সুব্রত সাহা নামে জনৈক ব্যক্তির গাড়ি, পুলিশ তদন্ত করছে বিষয়টি নিয়ে।