ফের জটিল অস্ত্রোপচারে সফল নদীয়ার শান্তিপুর হাসপাতাল
জটিল অস্ত্র প্রচার করে বড়সড় সাফল্য নদীয়ার শান্তিপুর হাসপাতালের।এক মহিলার জরায়ুর বদলে ভ্রূণ বেড়ে উঠছিল ডিম্বনালীতে। বেশ কয়েকদিন যাবত পেটের যন্ত্রণায় ভুগছিলেন ওই মহিলা শান্তিপুর হাসপাতালের আউটডোরে দেখানো মাত্রই চিকিৎসকদের সন্দেহ হওয়ায় ওই মহিলার ইউ এস জি করতে দেন আর তাতেই ধরা পড়ে জটিল এই রোগ। নদিয়ার শান্তিপুরের রাজপুত পাড়ার বাসিন্দা সরস্বতী সরকার ৷ ইউএসজি করানোর পর সামনে আসে পেটে ব্যথার আসল কারণ ৷ জানা যায় তিনি সাড়ে তিন মাসের গর্ভবতী ৷ অথচ যুবতী নিজেও তা বুঝতে পারেননি ৷ না বোঝার আরও একটা বড় কারণ, গর্ভে যেখানে ভ্রূণের বেড়ে ওঠার কথা, সেখানে নয়, বরং পেটের ডানদিকে আংশিক ডিম্বনালীতে সেই ভ্রূণের অস্তিত্ব পাওয়া যায়। অবশেষে স্ত্রী রোগ বিশেষজ্ঞ পবিত্র কুমার ব্যাপারীর তত্ত্বাবধানে শান্তিপুর হাসপাতালে জটিল অস্ত্রোপচার করা হয়। সোমবার তার অস্ত্র প্রচার করা হয় এ বিষয়ে চিকিৎসক পবিত্র কুমার ব্যাপারী জানিয়েছেন এর আগেও নাকি ওই মহিলার কন্যা সন্তান হয়েছিল কিন্তু তারপরেই দ্বিতীয় সন্তানের সময় ভ্রূণ জরায়ুতে না হয়ে বেড়ে উঠেছে ডিম্ব নালীতে। তিনি আরো জানান যে যেহেতু শান্তিপুর হাসপাতালে সেরকম কোনো পরিকাঠামো নেই তাই এই ধরনের অস্ত্রোপচার একটু জটিল এবং ঝুঁকিপূর্ণ তবে এখন ওই মহিলা পুরোপুরি সুস্থ রয়েছেন।