পঞ্চায়েত ভোটের আগে বাসন্তীতে খুন তৃণমূল কর্মী

পঞ্চায়েত ভোটের বাকি আর মাত্র ৬ দিন এর আগে ফের উত্তপ্ত বাসন্তী। বাসন্তীর ফুল মালঞ্চে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ । তার মাথায় গুলি করা হয় বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী ,স্থানীয়রা তাকে দেখতে পেয়ে নিয়ে আসেন হাসপাতালে। যে তৃণমূল কর্মী খুন হয়েছে তার নাম জিয়াউল মোল্লা। জানা গেছে, রাত নটা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।গুলি চলার আওয়াজ পেয়েছিলেন আশেপাশের মানুষজন। মুহূর্তে তিনি লুটিয়ে পড়েন মাটিতে। পঞ্চায়েত ভোটের মাত্র ছয় দিন আগে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এর পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করা হচ্ছে। মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত এই নিয়ে ১৩ জনের মৃত্যু হল। প্রশ্ন উঠছে আর কত রক্ত ঝরবে? মৃত ঐ তৃণমূল কর্মীর ছেলে কি অভিযোগ করলেন শুনুন।