হরিশ্চন্দ্রপুর ১০ আগষ্ট :
রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে অশান্তির ছবি দেখা গেলেও আজ নির্বিঘ্নে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ডিজে বাজিয়ে জয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠন করলেন হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের তৃণমুল কংগ্রেস।পঞ্চায়েতের বোর্ড গঠনের আগেই গলায় মালা পড়িয়ে প্রধান এবং উপপ্রধান ঘোষণা করলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।উল্লেখ্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের মোট ৩০ টি আসনের মধ্যে ১৯ টি আসনে তৃণমূল কংগ্রেস,৪ টি আসনে কংগ্রেস,৬ টি আসনে সিপিআইএম ও ১ টি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেন।আজ বোর্ড গঠনে ২৩-৭ ভোটের ব্যবধানে সিপিআইএম কে পরাস্ত করে তৃণমূল কংগ্রেসের প্রধান হল ধর্মা মণ্ডল এবং উপপ্রধান হন বিদায়ী উপপ্রধান গুড্ডু খানের স্ত্রী মর্জিনা খাতুন।এদিন ৩ জন জাতীয় কংগ্রেসের জয়ী প্রার্থী এবং ১ জন নির্দল জয়ী প্রার্থী পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন বলে সূত্রে খবর।