নির্মল বিদ্যালয় পাক্ষিক কর্মসূচিতে শান্তিপুর হিন্দু উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের সচেতনামূলক পদযাত্রা
মলয় দে নদীয়া :-পশ্চিমবঙ্গ সমগ্র মিশনের নির্দেশে রাজ্যের সকল বিদ্যালয় কে গত ১৫ই সেপ্টেম্বর থেকে ২৯ শে সেপ্টেম্বর পর্যন্ত এক পক্ষ কারব্যাপী নির্মল বিদ্যালয় পাক্ষিক পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিগত দু’বছর করো না পরিস্থিতির কারণে বিদ্যালয় পরিচ্ছন্নতার প্রয়োজন হয়ে পড়ে। তাই এক সপ্তাহ নয় একপক্ষ কাল যাবৎ এই কর্মসূচি বর্ধিত করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য বিধি গান, মিড ডে মিল খাওয়ার আগে হাত ধোওয়ার পাঁচটি ধাপ মেনে চলা এবং শ্রেণিকক্ষ এবং বিদ্যালয়ের পাশে পরিষ্কার রাখতে ছাত্র-ছাত্রীদের দৃঢ়প্রতিজ্ঞ করাই এই কর্মসূচির মূল লক্ষ। তবে বিভিন্ন বিদ্যালয় বাড়তি সংযোজন করে রোড শো সাংস্কৃতিক প্রতিযোগিতা এ ধরনের নানা আয়োজন করছে।
শান্তিপুর হিন্দু উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের তত্ত্বাবধানে আজ সকালে কাশ্যপপাড়া বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ডাকঘর মোড়ে নেতাজির গলায় মাল্যদান করে আবার ফিরে আসে বিদ্যালয়ে। পোস্টার ব্যানার নিয়ে ছাত্রছাত্রীরা স্বাস্থ্যবিধির বিভিন্ন গান করে, বিদ্যালয় ফিরে এই সাফাই অভিযান চালায় শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায়। প্রধান শিক্ষিকা মধুমিতা গোস্বামী সেন, বলেন কর্মসূচির আগেও এই অভ্যাস গুলি আমরা গড়ে তুলতে পেরেছিলাম ছাত্র-ছাত্রীদের মধ্যে। তবে পুনরায় তা আবারও আনুষ্ঠানিক ভাবে হওয়ার ফলে, তা আরো সুদৃঢ় হলো। তবে শুধু স্কুলের গণ্ডির মধ্যে নয়, ছাত্র-ছাত্রী তাদের পরিবার এবং অন্যত্রও সচেতন হয়ে উঠেছে। আগামীর ভবিষ্যৎ কে এভাবে নৈতিক শিক্ষাদান করতে পারলেই, পরিচ্ছন্ন থাকবে সমাজ।



