নদীয়ার নাকাশিপাড়ায় বাগরোল ঘিরে চাঞ্চল্য! বনদপ্তরের তৎপরতায় ধরা পড়লো

মলয় দে নদীয়া :-বিরল প্রজাতির বাঘ জাতীয় প্রাণী বাঘরোল ধরা পরল দোগাছি পঞ্চায়েতের সাহেব তলা গ্রামে । স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালে সাহেব তলার শৌচাগারে এক ফকিরে স্ত্রী শৌচাগারে প্রবেশ করতে গেলে সেখানে দেখেন ওই প্রাণীটি বসে আছে। ভয়ে তিনি সাথে সাথে দরজা বন্ধ করে দেন এবং চিৎকার করে স্থানীয় লোকজনকে জানান। এইরকম ঘটনায় সেখানে প্রায় হাজার দুয়েক মতো লোক জড়ো হয়ে যান এবং এলাকার মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে বেথুয়াডহরি অভয়ারণ্য থেকে বনদপ্তর এর কর্মীরা ও নাকাশিপাড়া পুলিশ পৌঁছে গিয়ে খাঁচা নিয়ে আসেন। বেথুয়াডহরি অভয়ারণ্য নিয়ে আসা হয় প্রখনীটিকে। এরকম ঘটনায় দোগাছি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।