নদীয়ার গাংনাপুর এলাকায় কৃষকের অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু হল এক চাষীর।মৃতের নাম কানাই শর্মা, 56 বছর বয়সী। ঘটনাটি ঘটেছে গাংনাপুর থানার হুমানিয়াপোতা গ্রামে।ঘটনার বিবরণে প্রকাশ গাংনাপুর থানার হুমানিয়াপোতার কানাই শর্মা চাষবাস করেন।সোমবার সকালে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয় সূত্রে খবর।কানাই শর্মাকে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা তাকে নামিয়ে তড়িঘড়ি রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।কানাই শর্মার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ রানাঘাট পুলিশ মর্গে পাঠান হয়েছে ময়না তদন্তের জন্য।