নদীয়ার কৃষ্ণগঞ্জে অ্যাম্বুলেন্সে এগারোশো পঞ্চাশটি ফেনসিডিলের বোতল উদ্ধার , ধৃত এক ব্যাক্তি

অ্যাম্বুলেন্সে করে চোরা কারবারি করতে গিয়ে ধরা পরলো এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার বাবলাবন বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে একটি অ্যাম্বুলেন্স বনগাঁ থেকে কৃষ্ণগঞ্জ এর দিকে আসছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মারে। সেখানকার উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালায়। এরপর দেখা যায় এম্বুলেন্সে রোগীর বদলে ১১৫০ টি ফেনসিডিলের বোতল রয়েছে। এরপর উত্তেজিত জনতা কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ তাড়া করে অ্যাম্বুলেন্সটিকে আটক করে। আটক করা হয় অ্যাম্বুলেন্স চালককেও। চালক কে জিজ্ঞাসাবাদ করছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে অ্যাম্বুলেন্সে করেই ফেনসিডিল পাচার হচ্ছিল অন্যত্র।