চাকদায় পঞ্চাশ হাজার টাকা জুয়ায় হেরে আত্মঘাতী এক ব্যক্তি

মৌমিতা দেবনাথ
সর্বনাশা জুয়া খেলার ফাঁদে পড়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। পঞ্চাশ হাজার টাকা জুয়ায় হেরে পাশের বাড়ির বাগানে আত্মঘাতী এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম রনজিত বিশ্বাস, বয়স ৪৫ বছর বাড়ি চাকদা থানার অন্তর্গত চৌগাছা ডুমুরিয়ায়, পেশায় ঐ ব্যক্তি কাঠুরিয়া ছিলেন অর্থাৎ তিনি গাছ কাটার কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে বাড়ি থেকে ৫০ থেকে ৬০ হাজার টাকা নিয়ে গতকাল সন্ধ্যে বেলা বাড়ি থেকে বেরিয়েছিল। তার ভাই মরন বিশ্বাস জানিয়েছেন, গতকাল সন্ধ্যেবেলা সে টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিল কিন্তু তাদের অনুমান যে জুয়ায় হেরে গিয়ে অবসাদে বাড়ির পাশে গাছের সাথে গলায় ফাঁসি লাগিয়ে আত্মঘাতী হয়েছে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত চাকদা থানা দায়ের করা হয়নি মৃতদেহটি আজ কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। বহু কষ্টে যে টাকা উপার্জন করেছিলেন সেই টাকাই পরিবারের সকলের অলক্ষে গিয়ে জুয়া খেলে সর্বস্বান্ত হয়ে বাগানে গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে।
চাঞ্চল্যকর এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে শোরগোল।