চাকদহ শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পালিত হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন

আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দিনটিকে উৎসবের আমেজে পালন করেন। আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গেছে কেক কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। পিছিয়ে নেই চাকদা শহরও।
চাকদা শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে চাকদা পৌরসভার ১৮ নং ওয়ার্ড লোধাপাড়ায় কেক কেটে এলাকার দুস্থ বাচ্চাদের নিয়ে পালন করা হলো অভিষেক ব্যানার্জীর ৩৬ তম জন্ম দিন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌমিত্র বিশ্বাস চাকদা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনিপ রায়, চাকদা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম মজুমদার। কেক কাটার পাশাপাশি লোধাপাড়ার দুস্থ বাচ্চাদের জন্য এক মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে চাকদা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনিপ রায় বলেন, পশ্চিমবঙ্গের আগামীর কান্ডারী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে লোধাপাড়ায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে তাদের পাশে থেকে তাদের জন্য একটি মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে।
চাকদা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম মজুমদার বলেন, আজ ভারতবর্ষের অন্যতম প্রতিবাদী কন্ঠ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এই দিনটি মানুষের মধ্যে তুলে ধরতে আমরা আজ সমাজের মূল সত্য থেকে পিছিয়ে পড়া কিছু মানুষের সাথে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজকে পালন করছি। চাকদা ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌমিত্র বিশ্বাস এ বিষয়ে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এলাকার কিছু বাচ্চাদের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়েছে।