চন্দ্রযান তিন এর সাফল্যে নদীয়ার শিমুরালিতে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

গতকাল সন্ধ্যা ছটা চার মিনিট নাগাদ চাঁদের মাটি স্পর্শ করেছে চন্দ্রযান তিন। আর চন্দ্রজন তিনের এই সাফল্যে চারিদিকে এখন ইসরোর বিজ্ঞানীদের জয়গান। ভারতবাসীকে গর্বিত করেছে ইসরোর বিজ্ঞানীদের এই প্রচেষ্টা। আর চন্দ্রযান তিন এর চাঁদের মাটি স্পর্শ করা মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়ল নদীয়ার শিমুরালি চাদুরিয়া 1 নং পঞ্চায়েতের সাধারণ মানুষ। তাদের মধ্যে দেখতে পাওয়া গেল বাঁধ ভাঙা উচ্ছাস। চাঁদের মাটি স্পর্শ করা মাত্রই এই খুশিতে তারা এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বার করেন রাস্তায়। যেখানে গানের তালে নৃত্য করতে দেখা যায় বেশ কয়েকজন যুবককে। উল্লেখ্য চন্দ্রযান তিন এর এই সাফল্যে গর্বিত গোটা ভারত। আর সেই খুশির ঝলক দেখতে পাওয়া গেল নদীয়ার শিমুরালিতে।