আকস্মিক অস্বাভাবিক শিশু মৃত্যুকে ঘিরে কেন্দ্র করে, শোকের ছায়া শান্তিপুর জুড়ে! সন্দেহ দূরীভূত হবে ময়নাতদন্তের পর

সাত বছর বয়সী অস্বাভাবিক শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার 9 নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় সকালে রুটি ও তরকারি খেয়ে পাড়ার অন্যান্য শিশুদের সাথে খেলতে যায় সাত বছর বয়সী আমিদ শেখ। বেলা বারোটা নাগাদ বাড়িতে এসে হঠাৎই মুখ দিয়ে গাঁজলা উঠতে শুরু করে বাবা পঞ্চু শেখ তার শিশুটির বিমাতা তড়িঘড়ি বাড়ির অন্যান্য সদস্যদের ডাকে। এর পরেই নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানেই কর্মরত চিকিৎসকেরা ওই সাত বছর বয়সী শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই এই অস্বাভাবিক ঘটনা ঘটার পরেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এসে পৌঁছায় এলাকার প্রচুর সাধারণ মানুষ তবে কি কারণে ঘটনা ঘটলো তা বুঝতে পারছে না পরিবারসহ এলাকার লোকজনেরা। মৃতদেহটি ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত কি কারনে এই মৃত্যু এখনো তা স্পষ্ট নয়। তবে ওই শিশুর পিষি মত প্রকাশ করে, তার দাদার দ্বিতীয় পক্ষের স্ত্রী মৃত্যুর জন্য দায়ী, বলে কান্নায় ভেঙে পড়ার সময় , কিছুটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হলেও সন্দেহ বাড়ি অন্য আত্মীয় স্বজনের মধ্যেও। যদিও বাড়ির অন্যান্য বেশিরভাগ সদস্যের দাবি, অত্যাধিক স্নেহ করেন পিসি তাই কান্নায় ভেঙে পড়ে আবেগপ্রবণ হয়ে হয়তো কিছু বলে ফেলেছি তবে। সৎ মার সাথে বাচ্চাটির সুসম্পর্কের কথা জানে আত্মীয় থেকে পাড়া-প্রতিবেশী প্রত্যেকেই।