মেরা বুথ সবসে মজবুত ” কর্মসূচি পালন করল বিজেপি কর্মীরা ।

নরেশ ভকত, বাঁকুড়াঃ শুক্রবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারি বাজপেয়ির ৯৭ তম জন্ম দিবস পালন করেছিলেন বিজেপি কর্মীরা । শনিবার তাঁর জন্মদিন উপলক্ষে গোটা দেশজুড়ে বিজেপি কর্মীরা ” মেরা বুথ সবচে মজবুত ” কর্মসূচি পালন করছেন । সে মতই সোনামুখী বিধানসভার পূর্ব নবাসন পঞ্চায়েতের একশো কুড়ি নম্বর বুথে বুথ সভাপতিকে সংবর্ধনা জানানো হলো । বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির তপশিলি মোর্চার সভাপতি দিবাকর ঘরামি এবং সোনামুখী গ্রামীণ মন্ডল দুই এর সভাপতি চঞ্চল সরকার বুথ সভাপতি প্রদীপ হালদারকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান ।

বুথ শক্তিশালী না হলে সংগঠন মজবুত করা সম্ভব নয় সে কারণেই বুথ সভাপতিকে সংবর্ধনা দিয়ে নিজেদের সংগঠন আরো বেশী মজবুত করার রণকৌশল নিয়েছে বিজেপি নেতৃত্ব । বিজেপির এই কর্মসূচির ফলে একেবারে বুথ স্তর পর্যন্ত সংগঠন শক্তিশালী হবে নিচুস্তরের কর্মীরাও আরো বেশি উজ্জীবিত হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির তপশিলি মোর্চার সভাপতি দিবাকর ঘরামি বলেন , দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রথম সর্বভারতীয় বিজেপি সভাপতি মাননীয় অটল বিহারী বাজপেয়ী জন্ম দিবস উপলক্ষে গোটা দেশজুড়ে মেরা বুথ সবসে মজবুথ কর্মসূচি পালন করা হচ্ছে ।