মলয় দে, নদীয়া :- কিছুদিন আগে, ভবঘুরে এক দিদির পথ দুর্ঘটনার পর সম্পূর্ণ সুস্থ করে তুলেছিলো ধুবুলিয়ার স্মাইল ফাউন্ডেশন, সে কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এবার তাহেরপুর স্টেশনে থাকা এক সহায়-সম্বলহীন অসুস্থ দাদুকে সুস্থ করার প্রতিজ্ঞাবদ্ধ হন তারা।
বেশ কিছুদিন ধরেই তাহেরপুর স্টেশনে যাতায়াত করা প্রায় সকলেই খেয়াল করছেন অসহায় বৃদ্ধ পায়ে বিষাক্ত ঘা থেকে পোকা হয়ে যাওয়ার । স্মাইল ফাউন্ডেশন তাহেরপুর শাখার উদ্যোগে প্রতিদিনই খাবার দেওয়া হয় তাঁকে। তার পায়ের ক্ষতস্থান থেকে পোকা নজরে আসার সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য শক্তিনগর হসপিটাল নিয়ে আসে সংগঠনের সদস্যরা। এখন উনি অনেকটাই সুস্থ।
সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শক্তিনগর জেলা হাসপাতালে এক্সরে বিভাগের শ্রী তাপস দেবকে। চিকিৎসাকর্মী হিসাবে তার পরিষেবার সীমারেখার গণ্ডি পার হয়েও বহু সহযোগিতা করেছেন বলে কৃতজ্ঞতা স্বীকার করেন সদস্যরা । সদস্যরা আরও জানান, সকলের সহযোগিতায় এভাবেই এগিয়ে চলতে চান তারা।