বিহার নির্বাচনের পর বিজেপির লক্ষ্য এবার বাংলা

নিউজ ডেস্ক :- বিহার নির্বাচনে নজরকাড়া সাফল্যের পর এবার বিজেপির নজর বাংলার উপর। কার্যত বাংলাকে পাখির চোখ করে সংগঠন মজবুত করার কাজে নেমে পড়েছে বিজেপি। ২১এর নির্বাচনে তৃণমূল সরকারকে উৎখাত করতে কোনোরকম জায়গা ছাড়ছেনা বিজেপি। এই নির্বাচনে দলকে আরও শক্তিশালী করতে শুরু করেছে যোগদান পর্ব। এ দিন মালদার চাঁচল বিধানসভার হাসপাতাল পাড়া এলাকায় একটি বেসরকারি অতিথি আবাসনে, বিজেপির যুবমোর্চার উদ্যোগে একটি যোগদান পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা বিজেপির সম্পাদক দীপঙ্কর রাম, জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটি, যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতা কর্মীরা।

মালদা জেলা বিজেপির সম্পাদক দীপঙ্কর রামের বক্তব্য, “রাজ্যে কোনো চাকরির পরীক্ষার নেই, টেট নেই, এসএসসি নেই। সমস্ত শিক্ষিত যুবক,যুবতীরা মাস্টার্স করে, গ্র্যাজুয়েশন করে বাড়িতে বেকার বসে আছেন‌ বর্তমান সরকারের উপর সেই সব মানুষের আস্থা উঠে গেছে আজ। মানুষ আজ ভারতীয় জনতা পার্টিকে আপন করে নিয়েছে। ৮৪ জনের লিস্ট আমরা আজ পেয়েছি যারা অন্যান্য দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চলেছেন। সেই সমস্ত ভাই বোনেদের আমাদের তরফ থেকে ধন্যবাদ।”